রিমা দত্ত, নিউজ ডেস্ক, : এবার আরএসএসকে তালিবানদের সঙ্গে তুলনা করে চরম বিপাকে পড়লেন, প্রবীণ গীতিকার জাভেদ আখতার। ক্ষমা না চাইলে গোটা দেশেই বন্ধ হয়ে যাবে তাঁর ছবির প্রদর্শন। হাতজোড় করে ক্ষমা চাইতে হবে তাঁকে। নাহলে তাঁর সব ছবির মুক্তি আটকে দেওয়া হবে। এমনটাই বললেন, মুম্বইয়ের ঘাটকোপারের বিজেপি বিধায়ক রাম কদম। সম্প্রতিই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, তালিবান বর্বর, তাঁদের কাজ নিন্দনীয়। কিন্তু আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের কাজের সমর্থন করা মানুষরাও তালিবানের থেকে আলাদা নয়। জাভেদ আখতারের এই মন্তব্য ভালো চোখে একেবারেই নেয়নি বিজেপি। আর এরপরই একের পর এক বিজেপির কর্নী সমর্থকেরা জাভেদ আখতারের উপরে আক্রমণ করে চলেছে।
মহারাষ্ট্রে বিজেপির মুখোপাত্র একটি ভিডিও বার্তায় জাভেদ আকতারকে তোপ দেগে বলেছেন, “সত্যিই যদি আরএসএস-এর ভাবাদর্শ তালিবানের মতোই হয়, তা হলে কি উনি এই ধরনের মন্তব্য করতে পারতেন? এর জবাবই বলে দিচ্ছে যে তাঁর মন্তব্য কতটা ফাঁকা।” তিনি আরও বলেন , “দেশের জন্য সঙ্ঘের যেসব কর্মী নিজেদের উৎসর্গ করেছেন, তাঁদের কাছে ওনাকে হাতজোড় করে ক্ষমা চাইতেই হবে। না হলে মা ভারতীর মাটিতে তাঁর ও ওনার পরিবারের একটি ছবিও মুক্তি পাবে না।”