Date : 2024-03-19

Corona Treatment : করোনা চিকিৎসায় বাদ আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন

রিমিতা রায়, নিউজ ডেস্ক : করোনার প্রথম ঢেউয়ে কাবু গোটা দেশ। দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে তৃতীয় ঢেউ-এর আশঙ্কা। এই পরিস্থিতিতে করোনা রোগীর চিকিৎসায় আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন নিষিদ্ধ করা হল। এতদিন করোনা চিকিত্সায় এই দুটি ওষুধ খাওয়ার পরামর্শ দিতেন চিকিত্সকরা। কিন্তু এখন থেকে তা আর সমভব নয়। দেশের স্বাস্থ্য বিষয়ক সংস্থার বিশেষজ্ঞদের দাবি, কোভিডের বিরুদ্ধে এই দুই ওষুধ যে কার্যকরী, তার কোনো প্রমাণ মেলেন।

তাই এই দুটি ওষুধকে করোনা চিকিত্সা থেকে বাদ দেওয়া হয়েছে। গত মে মাস থেকেই এই দুটি ওষুধ ব্যবহারে আপত্তি জানানো হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস আইভারমেক্টিন এবং হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে আপত্তি জানান। কিন্তু এই প্রসঙ্গে তখন একমত হয়নি আইসিএমআর। এদিকে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছিল হু।