Date : 2024-04-23

‘সুপ্রিম’ সমালোচনা, করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট নিয়ে কেন্দ্রের গাইডলাইন

মাম্পি রায়, নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ১০ দিনের মাথায় করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়ার বিষয়ে  নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র। কোভিডে মৃতদের তালিকায় কারা পড়বেন এবং কারা বাদ যাবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল।  ৩ সেপ্টেম্বর, সমস্যা সমাধানের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তার ১০ দিনের মাথায় নতুন গাইডলাইন জারি করল কেন্দ্রীয় সরকার।

সুপ্রিমকোর্টে ওই গাইডলাইনের কপি জমা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গাইডলাইনে বলা হয়েছে :

১। যে সমস্ত রোগীদের মৃত্যুর আগে RT-PCR টেস্ট, মডিউলার টেস্ট, ব়্যাপিড-অ্যান্টিজেন পরীক্ষা বা রাসায়নিক পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়েছিল, তাদেরই কোভিডে মৃতের তালিকায় রাখা হবে।

২। করোনা সংক্রমিত অবস্থায় আত্মহত্যা করলে অথবা বিষক্রিয়ায় মৃত্যু হয়, তাঁদের করোনায় মৃত হিসেবে গণ্য করা হবে না। দুর্ঘটনায় কোনো করোনা আক্রান্ত রোগীর প্রাণ গেলে, তা কোভিডে মৃত্যু ধরা হবে না।

৪। করোনা আক্রান্ত হওয়ায় ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে, তা কোভিডে মৃত্যুর আওতায় পড়বে। হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রের বাইরেও একই নিয়ম প্রযোজ্য।

৫। মেডিক্যাল সার্টিফিকেটে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের অভিযোগ থাকলে, জেলা স্তরে একটি করে কমিটি তৈরি করতে হবে। সেখানেই মৃতের পরিবারের সদস্যরা নিজেদের সমস্যার কথা জানাবেন।