Date : 2024-03-29

covishield vaccine : কোভিশিল্ডকে মান্যতা ব্রিটেনের

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ট্রাভেল গাইডলাইনে অবশেষে মান্যতা দিল কোভিশিল্ডকে। তাতেও যে ভারতীয়দের সমস্যার সমাধান হবে এমনটা কিন্তু নয়। কোভিশিল্ডের দুটি ডোজ নিয়ে ব্রিটেন পৌঁছলে ভারতীয়দের নিয়ম মেনে ১০ দিনের কোয়ারেন্টাইনেই থাকতেই হবে।কারন সমস্যা টিকার সার্টিফিকেটে। ব্রিটেন স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয় সেই টিকার সার্টিফিকেট থেকে বোঝা সম্ভব হচ্ছে না যে সেই ব্যক্তি আদৌ দুটি ভ্যাকসিনের টিকা নিয়েছেন কিনা।সেদেশেরই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতে কোভিশিল্ডের টিকা তৈরি করেছে পুনের সেরাম ইনস্টটিউট।

কিন্তু ব্রিটেনের পক্ষ থেকে জানানো হয়, ৪ অক্টোবর থেকে নয়া গাইডলাইন অনুযায়ী, কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়া থাকলেও ভারতীয়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতেই হবে।এই বিষয় জটিলতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিটেনের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।বৈঠকে সেরে বেরিয়ে তিনি জানিয়েছিলেন দুই দেশের সম্পর্কের কথা মাথায় রেখে দ্রুতই এই সমস্যার সমাধান করবে ব্রিটেন।অবশেষে ব্রিটেন সেই সমস্যার সমাধান করল ঠিকই। কিন্তু সেখানে যাওয়া ভারতীয়দের ১০ দিন কোরেন্টাইনে থাকতে হবে সেই নির্দেশও বহাল রাখল।ব্রিটেন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে টিকায় সমস্যা নয়। যাবতীয় সমস্যা ভ্যাকসিনের টিকায়। কারণ ওই সার্টিফিকেট দেখে বোঝার উপায় নেই যে সেই ব্যক্তি আদৌ টিকার দুটি ডোজ নিয়েছেন কিনা। নরমে গরমে ব্রিটেন কোভিশিল্ডকে মান্যতা দিলেও ভারতীয়দের ক্ষেত্রে ভোগান্তি জিইয়েই রাখল।