Date : 2024-03-29

COVID19 Restriction : দুয়ারে দুর্গাপূজা,করোনা বিধি রাশ যাতে কোন ভাবেই আলগা না হয় মামলা দায়ের হাইকোর্টে।

স্নেহাশীষ চট্টোপাধ্যায়, রিপোর্টার: গত বছর উৎসবের মরশুমে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল মহামারী নভেল করোনা ভাইরাস । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোই শুধু নয়, দেশের সমস্ত উৎসবেই ছিলো কড়া বিধিনিষেধ।২০২০ শারদীয়া উৎসব পালিত হবে কি না, সে প্রশ্ন উঠতে শুরু করেছিল।এক দিকে আতঙ্ক অন্য দিকে আইনি জটিলতা। যদিও নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে হাই কোর্ট পরে দুর্গাপুজোয় ছাড় দেয়। এ বছরও সেই গাইডলাইন বেঁধে দেওয়ার দাবিতে আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায় হাইকোর্টে দায়ের করলেন জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে দায়ের হয়েছে মামলাটি। অক্টোবরের মাঝামাঝি দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউআছড়ে পরার ইঙ্গিত দিয়েছেন WHO থেকে আইসিএমআর।

২০২০ সালে দুর্গাপুজোয় মণ্ডপ দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের কড়া কোভিডবিধি মানতে হয়েছিল। মাস্ক না পরে মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ ছিল। মণ্ডপ থেকে দর্শনার্থীদের ৬ ফুট দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজারের ব্যবস্থা রাখা-সহ একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়েছিল। হাই কোর্টের নির্দেশ মেনে সেসব প্রতিটি পূজামণ্ডপে যাতে মেনে চলা হয়, সেদিকে কড়া নজর রেখেছিল রাজ্য সরকার। মামলাকারি আইনজীবী চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি র কাছে আর আবেদন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায় আর একবার রাজ্য সরকার কে ২০২০ রায় কে মেনে চলার পরামর্শ দেন সেই আবেদন রেখেছেন তিনি।