Date : 2024-04-19

Travel Ban on Indian’s : চিনে ঢোকায় নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ ভারত

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ভারতের সঙ্গে চিনের বিবাদের নয়া সংযোজন ভারতীয়দের চীনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ দিল্লি। এই সিদ্ধান্তকেই অবৈজ্ঞানিক বলে কটাক্ষ করেছে দিল্লি।এতে সমস্যায় পড়েছে ভারতীয় ছাত্রছাত্রীরা। চিনেই বেশী ভারতীয় পড়ুয়ারা যায় ডাক্তারি পড়তে। প্রায় ২৩ হাজারের বেশী পড়ুয়ারা সেখানে পড়তে যায়। ফলে তাদের পড়ার ক্ষেত্রেই সমস্যায় পড়েছে তারা। পাশাপাশি বেশকিছু ভারতীয় ব্যবসায়ীরা সেখানে থাকেন ব্যবসার কাজে। করোনা পরিস্থিতিতে তাদের অনেকেই দেশে ফিরে এসেছিলেন।কিন্তু চিনের এই নয়া সিদ্ধান্তে সমস্যায় পড়েছে তারা।

ভারতের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে চিন।অন্যদিকে ভারতীয়দের ভিসা দেওয়াও বন্ধ করে দিয়েছে।এই বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর চিন সরকারের সঙ্গে কথা বলেন সেখানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরী।তিনি বলেন দেড় বছরের বেশী সময় ধরে ভারতীয়দের চিনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু করোনা পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। সেখানে এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ছাত্রছাত্রী ও ব্যবসায়ী সেখানে যেতে পারছেন না।শিক্ষার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে।অতিমারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে ভারতও বিদেশি নাগরিকদের ভিসা দিয়েছে। চিন থেকেও ব্যবসায়ীদের ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। চিনেরও উচিত সেই পথে চলা বলে মন্তব্য করেছেন বিক্রম।এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। যদিও এখনো পর্যন্ত কোনো আলোচনাই ফলপ্রসু হয়নি।