Date : 2024-03-19

মুখ্যসচিব যেন রাজনৈতিক দলদাস!উপনির্বাচন মামলায় তীব্র ভৎসনা হাইকোর্টের

ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্টার : ভবানীপুর উপনির্বাচন নিয়ে করা জনস্বার্থ মামলায় মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী সম্পর্কে রায়ে তীব্র সমালোচনা করে জানান, রাজ্যের মুখ্যসচিব যেভাবে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে তাতে মনে হচ্ছে তিনি সরকারি কর্মচারী নন ।তিনি একজন রাজনৈতিক দলদাস হিসাবে কাজ করছেন।

বিধানসভার গঠন হয়ে যাবার পরেও একজন নির্বাচিত জনপ্রতিনিধি না হলে কিভাবে তা সাংবিধানিক সংকট তৈরি হয়? মুখ্য সচিব বলেন কি ভাবে ?

ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের আগেই মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী তিনি জানলেন কিভাবে যে তার পছন্দের প্রার্থী সেখানে নির্বাচিত হবেন?

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ নামায় বিরক্ত প্রকাশ করে জানিয়েছেন মুখ্য সচিবের এহেন বক্তব্য কাঙ্ক্ষিত নয়। তবেএই মুহূর্তে আদালত ভবানীপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করছেন না ।আদালত মনে করছেন যে রাজ্যের মুখ্যসচিবের এই ধরণের ভূমিকাএকজন সরকারি আধিকারিকের নয়, একজন রাজনৈতিক দলের কর্মীর ভূমিকা বলেই মনে হচ্ছে।
আগামী ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়ে শুনানি আগামী ১৭ নভেম্বর।