Date : 2024-04-26

বিনা খরচে হাতে কলমে কাজ শেখাবে রেল

রিমা দত্ত, নিউজ ডেস্ক : ভারতীয় ৫০ হাজার যুবককে হাতে কলমে কাজ শেখাবে রেল। এবার এমনই উদ্যোগ নিল রেল।দেশের ৭৫টি রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ দেওয়া হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯টি কেন্দ্র। ফলে এমনভাবে প্রশিক্ষণ কেন্দ্র গুলি তৈরি করা হয়েছে, যাতে দেশের সব যুবক যুবতীরা প্রশিক্ষণের সুযোগ পান। প্রশিক্ষণ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেল কৌশল বিকাশ যোজনা’।

এবিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘‘এই প্রকল্পের লক্ষ্য শিল্প উপযোগী বিভিন্ন বিষয়ে উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে যুবক-যুবতীদের দক্ষ করে তোলা। রেল কৌশল বিকাশ যোজনায় দেশের দূরতম প্রান্তের যুবক যুবতীদেরও প্রশিক্ষিত করা হবে।’’ এছাড়াও প্রশিক্ষণের পরই যুবক যুবতীদের শংসাপত্র দেবে রেল। ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট এবং ফিটার এই চারটি বিষয়ে ১০০ ঘণ্টা ধরে মূল প্রশিক্ষণ দেওয়া হবে। আঞ্চলিক চাহিদা ও প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গতি রেখে অন্যান্য বিষয়েও আগামী দিনে প্রশিক্ষণ দেবে আঞ্চলিক রেল ও রেলের উৎপাদন সংস্থাগুলি। আবেদন করতে হবে অনলাইনে। ফলে, প্রশিক্ষণের পাশাপাশি যুবকদের স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।