Date : 2024-04-20

Covishield Vaccine : কোভিডশিল্ডের দুটি টিকা নেওয়া থাকলেই আমেরিকা যেতে পারবেন ভারতীয়রা

রিমা দত্ত, নিউজ ডেস্ক : কোভিডশিল্ডের দুটি ডোজ নেওয়া থাকলেই আগামী নভেম্বর থেকে বিমান যাত্রীদের ঢুকতে দেবে আমেরিকা। এখনও পর্যন্ত ৩৩ টি দেশকে আপাতত ছাড় দিয়েছে তাঁরা। কোভিড বিধি থাকায় অনেকেই কর্মেক্ষেত্রে ফিরতে পারছিলেন না আমেরিকায়। তবে এবার এই সমস্যার সমাধান হয়েছে বলেই মনে করা হচ্ছে। ফ্রান্স, জার্মানি, ইটালি-সহ বাকি দেশের সঙ্গে ভারতও নথিভুক্ত হয়েছে ওই তালিকায়। ফলে আমেরিকা যাওয়ার জন্য যে টানাপড়েন চলছিল, সেটা আপাতত মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যে সব বিদেশি আমেরিকায় আসছেন সফরের আগে তাঁদের টিকার শংসাপত্র থাকা অতন্ত্য জরুরি। ফলে টিকা নেওয়া থাকলে আমেরিকায় আসার পর ওই যাত্রীদের নিভৃতবাসে থাকতে হবে না। কোভিশিল্ড টিকা নেওয়া ভারতীয় যাঁরা আমেরিকা সফর করবেন বলে ভাবছেন, তাঁদের জন্য এটা সুখবর। কোভিশিল্ড আমেরিকায় ছাড়পত্র পেলেও এখনও সেখানে ছাড় পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে ভারতেরই আর একটি টিকা কোভ্যাক্সিন।