Date : 2024-04-26

খাবার নিয়ে নয়া ভাবনা আইআরসিটিসির

রিমিতা রায় নিউজ ডেস্ক : যাত্রীদের খাবারের জন্য নয়া পরিকল্পনা আইআরসিটিসির। এবার থেকে দূরপাল্লার যাত্রীদের জন্য স্থানীয় জনপ্রিয় খাবার সরবরাহ করা হবে। ইতিমধ্যেই খাবার নিয়ে সমীক্ষা চালিয়েছেন আইআরসিটিসি কর্তৃপক্ষ। একটি খাবারের তালিকাও তৈরি করা হয়েছে। সেই খাবারে জায়গা হয়েছে রসগোল্লারও। মাটির ভাঁড়ে চা চালুরও ভাবনা রয়েছে। আগে এবিষয়ে পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

সেই লক্ষ্য পূরণের পথে এবার আইআরসিটিসি। আইআরসিটিসির পরিকল্পনা অনুযায়ী, যে এলাকা দিয়ে ট্রেন যাবে সেই এলাকার বিখ্যাত খাবার দেওয়া হবে যাত্রীদের। তবে এই খাবার পেতে হলে অনলাইনে তা বুক করতে হবে। করোনাকালে চাহিদা কমেছিল আইআরসিটিসির খাবারের। এই নয়া ভাবনায় ফের যাত্রীদের কাছে আইআরসিটিসির খাবার নিয়ে আগ্রহ বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই খাবারগুলিও যথেষ্ট জনপ্রিয়তা পাবে।