রিমিতা রায়, নিউজ ডেস্ক : সীতার চরিত্র নিয়ে তৈরি হতে চলেছে বিগ বাজেটের ছবি। মুখ্য চরিত্রে কে থাকবেন তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। প্রথমে আসে দীপিকা পাডুকোনের নাম। তারপর সেই নাম বাতিল হয়। দীপিকার বদলে করিনা কাপূর খানের নামও শোনা যায়। সূত্রের খবর, করিনা এই ছবি্র জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চান। সীতার চরিত্রে এত টাকা পারিশ্রমিক চাওয়ায় ক্ষুব্ধ হন অনেকেই। এবিষয়ে করিনাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি যা চাই, তা স্পষ্টভাবে জানিয়ে দি। আমার মতকে সম্মান জানানো উচিত।
জানা গিয়েছে, করিনা কাপূর খান নন, মুখ্য চরিত্রে দেখা যাবে অন্য অভিনেত্রীকে। সীতা দ্যা ইনকারনেশন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। সোশ্যাল মিডিয়ায় সেখবর নিজেই জানালেন অভিনেত্রী। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে চলেছি। রাম-সীতার আর্শিবাদ নিয়েই ছবির কাজ শুরু করব।