Date : 2024-04-24

Jagannath Temaple : মাটির তলায় গুপ্তধনের খোঁজ?

রিমিতা রায়, নিউজ ডেস্ক : মাটির তলায় গুপ্তধন ? হ্যাঁ ওড়িশার এমনই একটি এলাকায় লুকিয়ে রয়েছে রাশি রাশি গুপ্তধন।একসময় ওই এলাকা থেকে প্রচুর পরিমাণে রুপো উদ্ধারও করা হয়। হ্যাঁ, গল্প হলেও সত্যি। গুপ্তধন পাওয়ার পর থেকেই প্রত্নতত্ত্ব বিভাগের নজরে পড়ে এলাকাটি । পুরীর জগন্নাথ মন্দিরের উলটো দিকে ইমার মঠ এলাকা ঠাসা গুপ্তধনে। তাই আরও সোনা, রুপোর হদিশ পেতে জগন্নাথ মন্দিরের উলটো দিকের খনন কার্য চলছে। চলতি বছরেই ইমার মঠ থেকে ৩৫ কেজি ওজনের ৪৫টিরও বেশি রুপোর বাট পাওয়া যায়। কিভাবে গুপ্তধনের সন্ধান পাওয়া যায়, সেনিয়েও রয়েছে ইতিহাস।

শোনা যায়, ২০১১ সালে রুপোর বাট চুরি করার সময় ধরা পড়ে যায় দুই শ্রমিক। সেই রুপোর বাজার মূল্য ছিল ৯০ কোটি টাকা। মঠ মেরামতির কাজে নিযুক্ত ছিল তাঁরা। রুপোর সমেত হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্ত দুই শ্রমিক। ৫২২টি রুপোর বাট উদ্ধার করা হয় তাঁদের থেকে। পাশাপাশি তাঁদের থেকে রুপোর গাছ, রুপোর ফুলও পাওয়া যায়। এই রুপোর বাটগুলি জগন্নাথ মন্দিরের সঙ্গে যোগসূত্র রয়েছে।মাটির তলায় আর কি কি রয়েছে, তা খুঁজে বার করতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে খনন কার্য।