Date : 2024-04-29

বাইডেন, মোদীর সাথে একাসনে মমতা। প্রভাবশালীদের তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের।

সঞ্জু সুর, রিপোর্টার : সালটা ২০১২। সবে কয়েকমাস হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বাম জমানার পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতা দখলের সেই কাহিনী জায়গা করে নিয়েছিলো পৃথিবী বিখ্যাত ‘টাইম ম্যাগাজিন’-এ। ২০১২ সালে পৃথিবীর ১০০ জন প্রভাবশালীদের তালিকায় উঠে এসেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ‘স্ট্রীট ফাইটার’ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানানো হয়েছিলো সেই লেখায়। মাঝখানে কেটে গিয়েছে ন’টা বছর। আবার টাইম ম্যাগাজিন এর পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালের ‘100 Most Influential People’ তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঠাঁই পেয়েছে মূলতঃ সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের কারণে। যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেখানে তাঁদের হারিয়ে তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় আসাকে মান্যতা দিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় ই ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি নিজের কার্যকালে দু’দুবার বিখ্যাত টাইম ম্যাগাজিনে জায়গা পেলেন।

সদ্য প্রকাশিত টাইম ম্যাগাজিন এ প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তালিকায় একদম প্রথমেই রয়েছে আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ‘জো বাইডেন’ এর নাম। রয়েছে চীনা প্রেসিডেন্ট ‘শি জিনপিং’, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ‘কমলা হ্যারিস’, সদ্য প্রাক্তণ আমেরিকান প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পে’র নাম ও। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদী’ ও রয়েছেন তালিকায়। আরো এক ভারতীয়, সিরাম ইনস্টিটিউটের সিইও ‘আদর পুনাওয়ালা’র নাম‌ও তালিকায় রয়েছে। তবে আমেরিকা তথা বিশ্বের বিখ্যাত এই ম্যাগাজিনের তালিকায় আফগানিস্তানের তালিবান নেতা ‘আবদুল গনি বরাদর’ এর নাম থাকাটাই বোধহয় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে।