তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : তালিবানি আগ্রাসনের পাল্টা জবাব দিতে গিয়ে মার্কিন বায়ুসেনা আঘাত হেনেছিল কাবুলে। 29শে অগস্টের সেই হামলায় আইএসকের শীর্ষ নেতাকে নিকেশ করা হয় এমন দাবি তুলেছিল জো বাইডেন প্রশাসন। তবে আমেরিকার একটি সংবাদ সংস্থার দাবি ওই হামলায় আইএসকে জঙ্গিদের মৃত্যু তো হয়নি, বরং মৃত্যু হয়েছে বহু মার্কিন নাগরিকদের। সম্প্রতি আইএসকে-র ওই শীর্ষ নেতার দাবি এমন কোনও হামলা করা হয়নি তাঁকে লক্ষ্য করে।
উল্টে ওই হামলায় মৃত্যু হয়েছে এক আফগান বাসিন্দার। যিনি মার্কিনীদের আফগানিস্তান থেকে উদ্ধার করার কাজে আমেরিকাকে সাহায্য করছিলেন।সূত্রের খবর এক আফগান বাসিন্দা জানিয়েছেন বাইডেন প্রশাসনের ড্রোন হানায় মৃত্যু হয়েছে তাঁর ভাইয়ের। তিনি আরও জানিয়েছেন গাড়িতে চেপে আহমেদি নামে ওই ব্যক্তি যাচ্ছিলেন। সব মিলিয়ে এই হামলা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল রাজনৈতিক মহলে।