Date : 2024-04-20

চলবে না দাড়ি কাটা, নয়া তালিবানি ফতোয়া আফগানিস্তানে

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : আমেরিকান সংস্কৃতি নকল করায় আরও এক কোপ তালিবানের। ক্লিন শেভ গাল বানিয়ে ঝাঁ চকচকে হয়ে ঘোরার দিন শেষ। তালিবানি ফতোয়ায় স্পষ্ট বলা হয়েছে কোনওভাবেই মার্কিনী সংস্কৃতিকে নকল করা চলবে না। দাড়ি কামানো বা ছাঁটায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। সূত্রের খবর হেলমন্ড প্রদেশে ইতমধ্যেই জারি করা হয়েছে নয়া ফতোয়া। সেখানকার বিভিন্ন সেলুন ও পার্লারে গিয়ে দোকানিদের কড়া ভাষায় হুমকিও দিতে শুরু করেছে তালিবানরা। চকচকে গাল রাখলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে। হেলমন্ডের নানা জায়গায় ফতোয়া লিখিত ভাবে জারি করা হচ্ছে। ধীরে ধীরে কাবুলেও ছড়িয়ে দেওয়া হবে এই নির্দেশিকা।

দাড়ি ছাঁটার ক্ষেত্রেও জারি হয়েছে তালিবানি নির্দেশ। বলা হয়েছে কোনও সেলুনে যদি দাড়ি কামাতে লোকজন আসে তবে তাকে পত্রপাঠ ফিরিয়ে দিতে হবে। নয়া নিয়ম লাগু করতে ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। ইসলাম ধর্মে দাড়ি কাটা বা ছাঁটা নীতি বিরুদ্ধ। অতএব আজানুলম্বিত দাড়ি রেখেই দিন যাপন করতে হবে আফগান নাগরিকদের। শান্তির কথা প্রচার করলেও আদতে গোঁড়া কট্টরবাদকেই তুলে ধরছে তালিবান। দাড়ি না কাটার নিয়ম তারই প্রতিফলন এ কথা বলাই বাহুল্য।