Date : 2024-04-19

অনলাইনে গণেশ চতুর্থী

রিমিতা রায়, নিউজ ডেস্ক : গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে সাড়ম্বরে পালিত হয় এই উৎসব। করোনা কালে গতবছর মহারাষ্ট্রে কার্যত স্থগিত ছিল গণেশ চতুর্থী উদযাপন। মুম্বইয়েই প্রত্যেক বছর খুব ধুমধাম করে প্রায় ৬০০০ গণেশ মূর্তির পুজো করা হয়। মারাঠি প্রশাসক ছত্রপতি শিবাজী মহারাজ এই উৎসবের প্রচলন করেন। তবে গতবারের মত এবছরও উত্সবে কড়া সিদ্ধান্ত প্রশাসনের। গণেশ চতুর্থীতে সশরীরে মণ্ডপ দর্শন নিষিদ্ধ করল মহারাষ্ট্র প্রশান। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সরকারের তরফে।

রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই বাণিজ্যনগরীতে গণেশ চতুর্থীতে প্যান্ডেলে ঘোরার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর অবধি শহরে ১৪৪ ধারাও জারি থাকবে।প্যান্ডেলে গেলে করোনা সংক্রমণ ছড়াতে পারে, এই বিষয়টি মাথায় রেখেই বেশ কয়েকটি পুজো প্যাণ্ডেলগুলিতে অনলাইন দর্শনের আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০ পার করায়, বিসর্জন যাত্রার উপরও সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফের বাড়ছে আরব সাগরের পাড়ের রাজ্যের সংক্রমণ।চিন্তিত প্রশাসন। তাই এবার কঠোর পদক্ষেপ নিল মহারাষ্ট্রের সরকার।