Date : 2024-04-19

ড্রোন হামলায় মৃত্যু হয়েছে নিরীহদের, ক্ষমা চাইল আমেরিকা

তথাগত চ্যাটার্জি , নিউজ ডেস্ক : 29শে অগস্ট কাবুলে ড্রোন হামলা চালিয়েছিল আমেরিকা। তবে সেই হামলার জেরে আফগান নাগরিকদের প্রাণহানি হয়েছিল বলে দাবি করেছিল এক সংবাদ সংস্থা। এবার সেই দাবিকে সত্যি বলে মেনে নিল পেন্টাগন। সেই হামলায় মোট ১0 জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে বেশকিছু শিশুও ছিল বলে জানা গিয়েছে। অনভিপ্রেত এই ঘটনায় আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডার জেনারেল জানিয়েছেন এই ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি।

সেদিনের ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল সাধারণ বাসিন্দাদের। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাবার্তাও চিন্তাভাবনা করা হচ্ছে বলে সূত্রের খবর। ড্রোন হামলায় মৃতদেপ পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে । একটি সাদা গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। পরে জানা গিয়েছিল তালিবানদের জায়গায় সাধারণ মানুষদেরই প্রাণ গিয়েছে। সব মিলিয়ে এই ঘটনা আমেরিকার বড়সড় ভুলকে বিশ্বের রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করল।