Date : 2024-03-28

Petrol Price : ফের বাড়ল পেট্রোপণ্যের দাম – মাথায় হাত মধ্যবিত্তের

সায়ন্তিকা ব্যানার্জি, রিপোর্টার : ফের চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। অব্যাহত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। গত ২২ দিন ধরেই এই চিত্র স্থির ভাবে দেখা যাচ্ছে। উল্লেখ্য গত ৪ দিন টানা বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১.৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৯২.৬৭ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৫ পয়সা করে। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।  তবে আন্তর্জাতিক বাজারেও  অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এখন ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার ছুঁইছুঁই।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, দেশের চার মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি ১০৭.৪৭ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোলল। সেঞ্চুরি থেকে পিছিয়ে নেই ডিজেলও।পেট্রোল পাম্পের কর্মীরা জানাচ্ছেন আগের মত ভিড় হয় না পাম্পে। ব্যবসায় যথেষ্ট মন্দা। আবার অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন এত বেশি দাম দিয়ে পেট্রোল কিনতে গিয়ে যথেষ্টই সমস্যা হচ্ছে তাদের। সব মিলিয়ে পুজোর আগে পেট্রোপণ্যের বাজার যে অগ্নিমূল্য তা বলাই বাহুল্য।