Date : 2024-04-24

সন্ত্রাস মোকাবিলায় পরিকল্পনা দ্রুত কার্যকর করতে হবেঃ মোদী

মাম্পি রায় নিউজ ডেস্ক ব্রিকসের বার্ষিক সম্মেলনে উঠে এল আফগানিস্তান প্রসঙ্গ। ভার্চুয়াল সভায় যোগ দিয়ে সন্ত্রাস মোকাবিলায় সবরকম পরিকল্পনা দ্রুত কার্যকর করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আফগানিস্তানের পরিস্থিতির প্রভাব প্রতিবেশী দেশে পড়লে সেটা ঠিক হবে না।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিকস সম্মেলনে বেশ কিছু ইস্যু উঠে এসেছে। নরেন্দ্র মোদী জানান, উদীয়মান অর্থনীতির দেশগুলির জন্য একটি প্রভাবশালী কন্ঠস্বর হিসেবে উঠে এসেছি আমরা। উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকারের ক্ষেত্রে মনোনিবেশের জন্য এই প্ল্যাটফর্ম। মোদী বলেন, আগামী ১৫বছরে ব্রিকস আরও উৎপাদনশীল হবে। সেই লক্ষ্যে কাজ করতে হবে ব্রিকসের সমস্ত প্রতিনিধিদের। বহুপাক্ষিক ব্যবস্থার উন্নতি এবং সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

মোদী বলেন কোভিড পরিস্থিতি সত্বেও ব্রিকসের ১৫০টিরও বেশি সভা, ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ২০টিরও বেশি মন্ত্রী স্তরের। ২০২১ সালে ব্রিকসে নেতৃত্ব দিচ্ছে ভারত। আন্তর্জাতিক এই সম্মেলনে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।