Date : 2024-04-20

দুর্ঘটনায় লাইনচ্যুত রেল, মৃত বহু

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় লাইনচ্যুত রেল। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩ জন। আহত প্রায় ৫০ জন। তবে মৃত ও আহতর সংখ্যা বাড়তে পারে বলে জানা গিয়েছে। ঠিক কী ভাবে ঘটে গেল এতবড় অঘটন? সূত্রের খবর সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায় ওই ট্রেনের প্রায় 4টি বগি। দ্রুত শুরু হয়ে যায় উদ্ধারকাজ। ট্রেনে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও ছিলেন ১৩ জন ত্রু।

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিও ধরা প়ড়েছে। দুর্ঘটনার পরেই কামরার মধ্যে থেকে বের করে আনা হয় আহত যাত্রীদের। প্রায় প্রায় সঙ্গে সঙ্গেই জখমদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। রেল সংস্থার তরফে দুর্ঘটনার স্পষ্ট বিবরণ যদিও এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক অনুমান অনুযায়ী মনে করা হচ্ছে লাইনচ্যুত হয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনার নেপথ্যে রেলের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে সূত্র মারফত জানা গিয়েছে।