Date : 2024-04-25

১২টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম সুপারিশ

মাম্পি রায়, নিউজ ডেস্ক : দেশের ১২টি হাইকোর্টের জন্য ৬৮জন বিচারপতির নাম সুপারিশ করে রেকর্ড করল সুপ্রিমকোর্টের কলেজিয়াম। কলকাতা হাইকোর্ট ছাড়াও ওই তালিকায় আছে, এলাহাবাদ, রাজস্থান, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, মাদ্রাজ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, কেরল, ছত্তিসগড় এবং অসম হাইকোর্ট।

বর্তমানে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি পদ ফাঁকা। ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে কর্মরত বিচারপতি রাজেশ বিন্দাল। ঠিক তেমনই দেশের একাধিক হাইকোর্টে প্রধান বিচারপতি না থাকায়, অনেক মামলার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। প্রায় ৬০ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। অন্যদিকে বিভিন্ন হাইকোর্টে বিচারপতি পদে ৪৩শতাংশ শুন্য পদ আছে।

এই প্রথম এতজন বিচারপতির নাম প্রস্তাব করল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম এই নাম প্রস্তাব করে। ২৫ অগস্ট এবং ১ সেপ্টেম্বর বৈঠক করে কলেজিয়াম।  প্রথমে ১১২জন বিচারপতির নাম বেছে নেওয়া হয়। এর মধ্যে ৮২জন বার, ৩১জুডিশিয়াল সার্ভিসের। ১২টি হাইকোর্টের জন্য যেসব বিচারপতির নাম দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪৪জন বার এবং ২৪জন জুডিশিয়াল সার্ভিসের।