Date : 2024-04-29

চীনা মাঞ্জা রুখতে ড্রোনে নজরদারি

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: বিশ্বকর্মা পুজোয় চীনা মাঞ্জার দাপট রুখতে মা উড়ালপুলে ড্রোনের মাধ্যমে নজরদারি কলকাতা পুলিশের। বিশ্বকর্মা পুজোয় শহরের আকাশ ছেয়ে যায় পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গায়। তবে শত শত ঘুড়ির মাঝে বিপদ দাঁড়িয়ে থাকে মাথা তুলে। সেই বিপদ অর্থাৎ চীনা মাঞ্জা রুখতে এদিন বিশেষ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। নজরদারি চালাতে শুক্রবার দুপুর দুটো নাগাদ পাক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ে ওড়ানো হয় ড্রোন।

তোপসিয়া, কড়েয়া, তিলজলা, বেনিয়াপুকুর থানা এবং ইস্ট ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের উপস্থিতিতে এদিন ড্রোন উড়িয়ে নজর রাখা হয় মা উড়ালপুল সংলগ্ন এলাকায়।

বিশ্বকর্মা পুজোর সকাল থেকেই মা উড়ালপুলে মোটর সাইকেল পেট্রোলিং করেছে ইস্ট ট্রাফিক গার্ড। এছাড়াও তপসিয়া থানার তরফ থেকে পুলিশ কর্মীরা প্রায় সারাদিনই উড়ালপুল ও তৎসংলগ্ন এলাকায় নজর রাখে।