তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : আফগানিস্তান দখল করেই আশ মেটেনি তালিব জঙ্গিদের। সেখানে একের পর এক নারকীয় ঘটনা ঘটাচ্ছে তারা। তালিব জঙ্গিদের আক্রোশে প্রাণ গিয়েছে ভারতীয় পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির। এক সপ্তাহ আগে তালিবানরা প্রাণ নিয়েছে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীর। তালিবানিরাজের প্রতিবাদ করতে গিয়ে মৃত্যু হয়েছে প্রচুর সাধারণ মানুষের। এবার সামনে এল আরেক তালিবানি ছকের নীল নকশা।
সূত্রের খবর এক সংবাদ সংস্থা তাদের রিপোর্টে দাবি করেছে আফগানিস্তান অধিগ্রহণ করার পরেই দেশ ছেড়ে পালাচ্ছেন যৌনকর্মীরা। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে সে দেশের নিষিদ্ধপল্লীর কর্মীদের তালিকা তৈরি করছে তালিবান। রীতিমত নীলছবির ওয়েবসাইট দেখে তালিকা তৈরি করার কাজ চলছে। প্রাণভয়ে অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন বলেও জানা গিয়েছে। বরাবরই মহিলাদের প্রতি কট্টরপন্থী মনোভাব বজায় রেখে এসেছে তালিবান। সাংস্কৃতিক কাজকর্ম থেকে মহিলাদের বিরত থাকতে ফতোয়া জারি করেছে তালিবান। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তানে তালিবান ত্রাসে জনজীবন।