Date : 2024-04-26

Rabies Vaccine : নিতে গেলেন করোনা টিকা, পেলেন জলাতঙ্কের টিকা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : দেশজুড়ে কোভিড সংক্রমণ রোধে টিকাকরণের ওপর জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু সেই টিকাকরণে যদি ভুল হয় তাহলে চিন্তার বিষয়। এমনই কান্ড ঘটেছে মুম্বইয়ের থানেতে রাজকুমার যাদব নামে এক ব্যক্তির সঙ্গে।নিতে গিয়েছিলেন করোনা টিকা ভুল করে দেওয়া হল জলাতঙ্কের টিকা।স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ডের প্রথম ডোজ় নিতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার নার্স তাঁর হাতে থাকা কাগজটি না দেখেই অপর এক ব্যক্তির জন্য রাখা জলাতঙ্কের টিকা দিয়ে দেন। এই ঘটনা জানাজানির পরই চাঞ্চল্য ছড়ায়। ওই নার্সকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়।থানে পুরসভার বাসিন্দা রাজকুমার যাদব গত সোমবার কালওয়ার আটকোনেশ্বর স্বাস্থ্যকেন্দ্র এসেছিলেন করোনা টিকা নিতে।

সেখানে তিনি কোভিশিল্ডের ডোজ় নেওয়ার জন্য যে স্লিপ দেওয়া হচ্ছিল, তা সংগ্রহ করে লাইনে দাঁড়ান। তবে ভুল করে তিনি করোনা টিকা নেওয়ার লাইনে না দাঁড়িয়ে জলাতঙ্কের টিকা নেওয়ার লাইনে গিয়ে দাড়ান।নার্সের কাছে যেতেই তাঁকে বসিয়ে একটি টিকা দিয়ে দেওয়া হয়। টিকা নেওয়ার পর আধ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য বসে থাকাকালীনই তিনি জানতে পারেন যে, তাঁকে করোনা টিকার বদলে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিযুক্ত নার্সের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে বিনা কাগজ দেখেই টিকা দেওয়ার জন্য।কারণ নার্সের আগে কাগজ দেখে নেওয়াটা উচিত ছিল বলেই মত স্বাস্থ্যদফতরের।সেই ব্যাক্তির শারিরীক অবস্থা কেমন পুরসভার তরফে তার দিকে নজর রাখা হয়েছে।