Date : 2022-08-19

তারকা প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি

মাম্পি রায়, নিউজ ডেস্ক : উপনির্বাচন নিয়ে ঘুঁটি সাজাচ্ছে শাসক বিরোধী সবপক্ষ। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে তারকা প্রচারকদের নাম ঘোষণা করল বিজেপি। সম্প্রদায়ের ভিত্তিতে তারকা প্রচারক বেছে নিল গেরুয়া শিবির।

77 ও 82নম্বর ওয়ার্ডে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। সেখানে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হোসেনকে।

70 ও 72 ওয়ার্ডে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ ত্রিবেদীকে। ওই এলাকায় গুজরাটি সম্প্রদায়ের বসবাস।

63, 74, 70 ওয়ার্ডে উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা মানুষের বসবাস। সেখানে প্রচার করবেন মনোজ তিওয়ারি।

এছাড়া পঞ্জাবি সম্প্রদায়ের জন্য প্রচার করবেন হরদীপ সিং পুরী।

অন্যদিকে দলের সঙ্গে দূরত্ব বাড়ালেও বিজেপির অন্যান্য স্টার ক্যাম্পেনারের তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়। এছাড়া রয়েছেন স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত সহ বিশিষ্টরা।