Date : 2024-04-26

Adhaar Integration : স্কুল পড়ুয়াদের আধার সংযুক্তিকরণ এর নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর

নাজিয়া রহমান, রিপোর্টার : স্কুল পড়ুয়াদের আধার সংযুক্তিকরণ এর নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। পুজোর ছুটির পর স্কুল খোলার কথা। তবে স্কুলে ক্লাস শুরুর আগে পড়ুয়াদের আধার নথিভুক্তের নির্দেশিকা জেলা স্কুল পরিদর্শকদের পাঠাল স্কুলশিক্ষা দফতর ।মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১, ৪, ৫, ৭ ও ৮ অক্টোবর স্কুল পড়ুয়াদের আধার নথিভুক্তি করা হবে। সূত্রের খবর, পুজোর আগে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দিয়ে পরীক্ষামূলক এই কাজ শুরু হলেও পুজোর পর অন্যান্য ক্লাসের পড়ুয়াদেরও আধার নথিভুক্তের কাজ হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুজোর পরে খোলা হতে পারে স্কুল। শুধুমাত্র করোনা নয় আম্ফান ও ইয়াশ এর মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্কুল। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং পড়ুয়াদের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে শুরু হয়েছে সাফাই এর কাজ। স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ শুরু করে মিডডে মিলের রান্নার ঘর ঠিক করে দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে টাকা। স্কুল গুলির পরিস্থিতি জানতে বাংলার শিক্ষা পোর্টালে সার্ভে রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তর। সেই অনুযায়ী পরিস্থিতি খতিয়ে দেখে মেরামতি করতে অর্থ দেওয়া হবে বলে জানা গেছে।