Date : 2024-03-29

শিয়রে করোনার তৃতীয় ঢেউ, উৎসবে বাড়িতে থাকার পরামর্শ মেয়রের

রিমা দত্ত, নিউজ ডেস্ক : দেশে ফের উর্ধ্বমুখী হচ্ছে, করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই উৎসবের মরশুমে বাড়িতে থাকার পরামর্শ দিল মুম্বাইয়ের মেয়র কিশোরী পান্ডেকর। সামনেই গণেশ চতুর্থী। মুম্বইয়ে ধুমধাম করে এই উৎসব পালন করা হয়, তবে করোনা সংক্রমণের দিকটি পর্যালোচনা করে তিনি সকলকে বাড়িতে থাকার অনুরোধই করেন। পুজোর আয়োজকরাও যেন জমায়েত না করেন, ১০ জন করে বিভিন্ন সময় ভাগ করে নিতে তারা যেন কাজ করেন। আর এই উৎসবের মরশুমেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ এমনটাই আশঙ্কা করেছিলেন চিকিৎসক-বিশেষজ্ঞরা।

তিনি বলেন, “আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বাড়ছে, এতেই বোঝা যাচ্ছে তৃতীয় ঢেউ আসছে না, ইতিমধ্য়েই এসে পড়েছে।” এছাড়াও ইতিমধ্যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে-ও তৃতীয় ঢেউ এড়াতে রাজ্য়বাসীর কাছে রাজনৈতিক মিছিল ও ধর্মীয় অনুষ্ঠান বাতিলের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “জনস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উৎসব তো পরেও পালন করা যাবে। কিন্তু করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। উৎসবের থেকে স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত, তবেই তৃতীয়. ঢেউ এড়ানো সম্ভব। ফের বিধিনিষেধ আরোপ করতে হবে, এমন পরিস্থিতি তৈরি করবেন না। দ্বিতীয় ঢেউ কীভাবে শুরু হয়েছিল, সেই ধারণা নিশ্চয়ই সকলের রয়েছে।”