Date : 2024-04-24

টিকা সম্পূর্ণ হওয়া ব্যক্তিদের মধ্যে মৃত্যুর সংখ্যা কম, দাবি আমেরিকার গবেষণায়

রিমা দত্ত, রিপোর্টার : কোভিড টিকা সম্পন্ন হয়েছে এমন ব্যক্তিদের করেনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা প্রায় ১১ গুণ কম। শুক্রবার আমেরিকার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে উঠেনএসেছে এমনিই এক তথ্য। সম্প্রতি আমেরিকা তিনটি গবেষণা পত্র প্রকাশ হয়েছে। তাতেই উঠে এসেছে কোভিড টিকার কার্যকারিতা সংক্রান্ত বহু তথ্য। সেখানে বলা হয়েছে, করোনার ডেল্টার বিরুদ্ধে অন্য টিকার পরিবর্তে মডার্নার টিকা বেশি কার্যকর।

সেখানে আরও বলা হয়েছে টিকা নেওয়া ব্যক্তি, টিকা না নেওয়া ব্যক্তির তুলনায় সংক্রমণের আশঙ্কা অনেক কম। সেই সবই উঠে এসেছে এই গবেষণায়। এ নিয়ে সিডিসি-র ডিরেক্টর রচেলে ওয়ালনেস্কি বলেন, ‘‘একের পর এক গবেষণায় আমরা দেখেছি এই টিকা কাজ করছে।’’ এছাড়াও কোন তিনটি টিকা নিলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভবনা কম তাও জানিয়েছে তারা।