রিমিতা রায়, নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তন। স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। এই প্রকল্প উদ্বোধনের দিনই সকল দেশবাসীর জন্য স্বাস্থ্যকার্ডের সূচনা করলেন নরেন্দ্র মোদী। ১৪ ডিজিটের একটি ইউনিক আইডি থাকবে স্বাস্থ্যকার্ডে। এই কার্ড দিয়েই প্রত্যেকের স্বাস্থ্য অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ থাকবে। নিজের নাম, ফোন নম্বর, আধার নম্বর দিয়েই স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা যাবে। দেশের সকল মানুষের কাছে এই কার্ড থাকবে।
সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমেই সম্পূর্ণ হবে। হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সকলে তড়়িঘড়ি হাসপাতালে পৌঁছান। কিন্তু পুরনো রেকর্ড না থাকার কারণে অনেকসময় চিকিত্সকদের অসুবিধা হয়। এবার এই পদ্ধতির মাধ্যমে সে সমস্যা দূর হবে বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিকিত্সা পরিষেবায় ব্যাপক পরিবর্তন আনবে স্বাস্থ্যকার্ড। আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়েই দেশের স্বাস্থ্যক্ষেত্রকে শক্তিশালী গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পের সূচনা।