Date : 2024-04-24

SIT এর প্রধান কলকাতা হাইকোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জিলা চেল্লুর

স্নেহাশিষ চট্টোপাধ্যায়, রিপোর্টার : ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জিলা চেল্লুরকে স্পেশাল ইনভেস্টিকেশন টিমের(SIT) প্রধান করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি সুব্রত তালুকদার, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় বৃহত্তম বেঞ্চ।

ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাই কোর্টে ৯টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিলো।চলতি মাসের ২০ শে আগস্ট খুন, খুনের চেষ্টা, ধর্ষণ, অপহরণ মতো কঠোর অপরাধে র ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে তদন্ত ভার দেওয়া হয়েছিল।পাশাপাশি এস আই টি কে ঘর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হাতাহাতি মতো ঘটনাগুলি তদন্ত করার নির্দেশ দেয় বৃহত্তর বেঞ্চ।যদিও SIT মাথায় থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি।

আদালতের নির্দেশে সিবিআই জেলায় জেলায় তদন্ত শুরু করলেও স্পেশাল ইনভেস্টিকেশন টিম তাঁরা তদন্ত শুরু না করায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করার ৪৮ ঘন্টার মধ্যেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেন কারা কারা এস আই টি তে থাকবেন।কলকাতা ও রাজ্য পুলিশের দক্ষ আধিকারিক দের নিয়ে গঠন হয় SIT।

শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নেতৃত্বে বৃহত্তম বেঞ্চ স্পেশাল ইনভেস্টিকেশন টিমের প্রধান করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জিলা চেল্লুর কে।২০১৯সালে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মঞ্জিলা চেল্লুর।পরবর্তী সময়ে তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি র দায়িত্ব পালন করেছিলেন।কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি থাকাকালীন তিনি নারদ মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন।এছাড়াও বহু গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন যা রাজ্য সরকার কে অস্বস্থিতেও পড়তে হয়েছিল।

ফের কলকাতা হাইকোর্টে ফিরলেন বিচারপতি মঞ্জিলা চেল্লুর।ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তাঁর তত্বাবধানে তদন্ত করবেন দুধে পুলিশ আধিকারিকরা।আগামী ৪ঠা অক্টোবর মামলার শুনানি হবে বিশেষ বেঞ্চে। সেখানেই রিপোর্ট জমা দেবেন সিবিআই এবং সিট।