সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার : কোভিড বিধি মেনে প্রায় ৬ মাস পর খুলল আলিপুর চিড়িয়াখানা। পুজোর আগে দর্শক টানতেই এই সিদ্ধান্ত। অনলাইন ও অফলাইন, দুভাবেই টিকিট বুক করা যাবে।পুজোর আগে শহরবাসীর মনোরঞ্জনের জন্য চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। পুজোর সময় করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ পড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই সেই দিকটিকে মাথায় রেখে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পরেই টিকিট কাউন্টারে যাওয়ার জন্য ছাড় পাওয়া যাবে।
অবশেষে স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে যাওয়ার পরেই চিড়িয়াখানায় প্রবেশের ছাড়পত্র মিলবে। চিড়িয়াখানার ভিতরে মাস্ক বাধ্যতামূলক বলে বারংবার সতর্ক করা হচ্ছে নিরাপত্তারক্ষীদের তরফ থেকে। প্রাথমিকভাবে ৮টি টিকিট কাউন্টার খোলা হয়েছে। আগামীদিনে দর্শক সংখ্যা বাড়লে টিকিট কাউন্টার আরও বাড়ানো হবে বলে চিড়িয়াখানা সূত্রে জানা গেছে।
তৃতীয় ঢেউ নিয়ে চিন্তিত প্রশাসন। তাই চিড়িয়াখানা থেকে কোনও ভাবে যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে বিশেষ নজর দিচ্ছে কর্তৃপক্ষ।