Date : 2024-04-25

PM Poshan Scheme: শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প

রিমিতা রায়, নিউজ ডেস্ক : শীঘ্রই চালু হতে চেছে প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১১ লক্ষ ২০ হাজারেও বেশি স্কুলে মিড-ডে মিল দেওয়া হবে। বর্তমান মিড-ডে মিল ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থাকে যোগ করা হবে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার জরুরি বৈঠক বসে। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানা যায়। রাজ্য সরকারের সঙ্গে সম্মিলিতভাবেই এই প্রকল্প শুরু হবে। তবে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের বেশিরভাগটাই দেবে কেন্দ্র।

প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পের জন্য ১ লক্ষ ৩১ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। প্রকল্পটি ৫ বছর চলবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শিশুদের অপুষ্টি থেকে রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে দেশে শিশুদের মধ্যে অপুষ্টির হার কমবে বলে মনে করা হচ্ছে।