Date : 2024-04-26

চারধাম যাত্রায় পুণ্যার্থীদের অনুমতি, উত্তরাখণ্ড হাইকোর্ট

রিমা দত্ত, রিপোর্টার : চলতি বছরেই চারধাম যাত্রার অনুমতি দিল উত্তরাখণ্ড হাইকোর্ট৤ তবে তাঁর জন্য মানতে হবে অনেক নিয়ম। সেই সঙ্গে পুণ্যার্থীদের সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট। হাইকোর্টের তরফে বলা হয়েছে, কেদারনাথে 800, বদ্রীনাথে 1200 ও গঙ্গোত্রীতে 600, যমুনেত্রীতে 400 পুণ্যার্থীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে অর্থাত্ এই মরশুমে 3000 জনকে নিয়ে চারধামে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।

চলতি বছরেই পয়লা জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল চারধাম যাত্রা। তবে কোভিড সংক্রমণের কথা মাথায় রেখেই চারধাম খোলায় নিষেধাজ্ঞা জারি রেখেছিল রাজ্য সরকার। তবে এবিষয়ে দেশের উচ্চ আদালত জানিয়ে দেয় হাইকোর্ট এই সিদ্ধান্ত নেবে। চারধাম যাত্রার জন্য কোভিড বিধি জারি করেছিল উত্তরাখণ্ড সরকার। ফলে দেশে কোভিড সংক্রমণ স্বাভাবিক হতেই এই সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড আদালত।