Date : 2024-04-26

Calcutta High Court : “ভোট পরবর্তী হিংসা”CBI এর বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ

স্নেহাশীষ চট্টোপাধ্যায়, রিপোর্টার: সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গ্রহণ করলেন না ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ।২১শে বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় অশান্তি, খুন, খুনের চেষ্টার পাশাপাশি ধর্ষণ মতো ঘটনাযেমন ঘটেছে বলে অভিযোগ।তেমনি বাড়ি ভাঙচুর, লুটপাট মতো ঘটনাও ঘটেছে বলে ৯টি পৃথক জনস্বার্থ মামলায় হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি আই পি মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সুব্রত তালুকদার কে নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছিল।

চলতি বছরের অগস্ট মাসে খুন, খুনের চেষ্টা, ধর্ষণের মতো অপরাধ গুলি CBI কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বৃহত্তর বেঞ্চ।

সোমবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তোলেন হাওড়া নিবাসী অক্ষয় কুমার সামন্ত। তাঁর আইনজীবী সৌম চক্রবর্তী অভিযোগ অক্ষয় কুমার সামন্ত স্থানীয় থানায় অভিযোগ তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল।সেই ঘটনায় তিনি১৬৪গোপন জবানবন্দি ও দিয়েছিলেন।কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কোন খুনের অভিযোগ নেই।অথচ সিবিআই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করেছে।যা আদালত অবমাননার সমান।কারণ বৃহত্তর বেঞ্চ এ নির্দেশ ছিল খুন খুনের চেষ্টা এই ধরনের অভিযোগ থাকলে সিবিআই তদন্ত করবে বলে জানিয়েছেন আইনজীবী। গত ৬ই সেপ্টেম্বর গ্রেপ্তার করে সিবিআই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিনি কোন জামিন পাননি। তার বিরুদ্ধে খুনের চেষ্টার এমন কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। হাইকোর্টে অভিযোগ পরবর্তী সময়ে এই ব্যক্তির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করেছে।