Date : 2024-04-26

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য।

বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত কে প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। “কেন্দ্রের হারে ডিএ দেওয়া যাচ্ছে না কেনো?”

ডিএ দেওয়ার ভিত্তি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) মানা সম্ভব হচ্ছে না কেনো?
আগে কেন্দ্রের প্রায় সমহারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা এখন তা সম্ভব হচ্ছে না কেন?”
বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের প্রশ্ন।

” মহার্ঘ ভাতা অর্থাৎ DA রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার নয়।” আদালতে জানালেন রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত।

রাজ্যকে ডিএ নিয়ে লিখিত বক্তব্যজানানোর নির্দেশ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।আগামী ১০ই সেপ্টেম্বর মধ্যে আদালতে জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের।
১৪ ও ১৫ সেপ্টেম্বর টানা ২ দিন ডিএ মামলার শুনানি করবে হাইকোর্ট।