Date : 2024-04-26

১লা নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে কোন কোন ফোনে

পৌষালী সেনগুপ্ত নিউজ ডেস্ক : হাল ফ্যাশনের যুগে বাচ্চা বুড়ো সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর সেই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ থাকবে না এটা প্রায় অসম্ভব। সকাল বেলা ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অন্যান্য মেসেজিং অ্যাপের সাথে চলতে থাকে এই হোয়াটস্অ্যাপ। কিন্তু হঠাত সকাল বেলায় যদি উঠে দেখেন আপনার ফোনে সেই পরিষেবা বন্ধ তাহলে? ১ নভেম্বর থেকে মোট ৪৩টি ডিভাইসে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। হ্যাঁ।এমনটাই জানিয়েছে মেসেজিং অ্যাপ সংস্থা।তারা জানিয়েছেন ফোন যদি অনেক দিনের পুরনো, মানে অপারেটিং সিস্টেম বহু আগের হয়, তবে নভেম্বর থেকে আর ব্যবহার করতে পারবেন না জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি।


কোন কনফিগারেশনের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ?
আইফোনের ক্ষেত্রে iOS ৯ বা তার আগের OS রয়েছে যে ফোনে তাতে চলবে না।
Kai OS চালিত ফোনগুলিতেও কাজ করবে না এই অ্যাপ।


Samsung- Samsung Galaxy Trend Lite, Galaxy Trend II, Galaxy SII, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core and Galaxy Ace 2।
LG- LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II।
Huawei- Huawei Ascend G740, Ascend Mate, Ascend D Quad XL, Ascend D1 Quad XL।
Sony- Sony Xperia Miro, Sony Xperia Neo L, Xperia Arc S।
তাই এই ফোনগুলি যদি থাকে তাহলে হয় বদল আর না হলে আপনি ব্যবহার করতে পারবেনা না এই অ্যাপের পরিষেবা।