Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • ছাড়া পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ২২ দিনের মাথায় তাঁকে ছাড়ল পাক রেঞ্জার্স। অপারেশন সিঁদুরের পর ভারতের আরও বড় কূটনৈতিক জয়। 
  • ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা। বহিষ্কারের নির্দেশ পাকিস্তান সরকারের। ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ।
  • স্কুল গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর। মৃত ব্যক্তির নাম সেখ ফইজুল ইসলাম (৪৮)। মহিষাদলের ঘটনা। পলাতক গাড়ির চালক।
  • পাঞ্জাবে বিষ মদ-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতরা ভাঙ্গালি কালান, পাতালপুরী, মারাই কালান, থ্রেওয়াল, তালওয়ান্ডি খুম্মান ও কারনালা গ্রামের বাসিন্দা।
  • আজ নবান্নে রাজ‍্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হবে বৈঠক।
  • আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি।
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রামাকৃষ্ণা গাভাই। ৫২-তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিনি। মঙ্গলবার মেয়াদ শেষ হয়েছে বিচারপতি সঞ্জীব খন্নার।
  • New Date 2025-5-14
  • New Time 07:04:04 AM
লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা

27
October 2021

লক্ষ্মী লাভের আশায় ব্যবসায়ীরা

শাহিনা ইয়াসমিন, রিপোর্টার : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের সঙ্গে এখন যুক্ত হয়েছে ধনতরাস। গৃহে শ্রী বৃদ্ধির জন্য এদিন সোনা- রুপোর দোকানে ভিড় জমান ক্রেতারা। দীর্ঘ লকডাউনে বন্ধ ছিল সোনার দোকান। তাই এই ধনতরাসে লক্ষ্মীলাভের আশায় বুক বেঁধেছেন সোনা-রুপো ব্যবসায়ীরা।
দুর্গাপুজোর পরে এবং কালীপুজোর আগে হয় ধনতরাস। কার্তিক মাসের ত্রয়োদশীর দিনটিকে ধনতরাস বলা হয়। ভারতে ধনতরাস উতসব উদযাপিত হয় সোনা, রুপোর বাসন কিনে। অন্যান্য বহু উতসবের মতো বাঙালিও এই উতসব আনন্দ সহকারে পালন করে , এবং মা লক্ষ্মীর কাছে শ্রীবৃদ্ধির প্রার্থনা করে। কথিত আছে ধাতু কিনলে তার জৌলুসে আকর্ষিত হয়ে মা লক্ষ্মী ঘরে আসেন । তাই ঘরে ঘরে ধনতরাসের দিন ধাতু কেনার ধুম লক্ষ্য করা যায় । মজুরিতে ছাড় মেলায় সোনা- রুপোর দোকানে ভিড় জমান ক্রেতারা। সমৃদ্ধি বা লক্ষ্মী লাভের আশায় অনেকেই সোনা -রূপোর গয়না কেনেন। করোনা আবহে লকডাউনের জন্য সোনা রূপোর দোকান বন্ধ ছিল। কোভিড বিধি মেনে ফের খোলা হয়েছে সোনা-রুপোর দোকান। ধনতরাসে আশার আলো দেখছেন শৈলেন বৈদ্য, জগবন্ধু পাল নামক ব্যবসায়ীরা।

গরানহাটা ও বউবাজার হলো সোনা-রূপোর আড়ত। গরানহাটা মূলত সোনা-রূপোর পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত। বউবাজার মূলত সোনার দোকানের জন্য প্রসিদ্ধ। সেই দুইজায়গাই এখন অচেনা ছবি। এই অতিমারি পরিস্থিতিতে। ১০ গ্রাম সোনার দাম ৪৯ হাজারের কাছাকাছি, ও রুপো প্রতি গ্রাম ৬৫-৭০ টাকা। পকেটে টান থাকা সত্ত্বেও সাধ্যমতো কিছু কিনছেন ক্রেতারা। এমনটাই জানাচ্ছেন সোনা ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাই তাকিয়ে ধনতরাসের দিকে। ৪৯ হাজার টাকার গয়না কিনলেই প্যান কার্ড মাস্ট। আধার কার্ড তো রয়েছেই। এমনটাই জানালেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক সুব্রত কর।
সোনা-রুপোর দাম বেশি হওয়াতে অনেকে দুধের সাধ ঘোলে মেটাতে ইমিটেশানের লক্ষ্মী-গণেশ কিনছেন। জানাচ্ছেন ইমিটেশন গহনা ব্যবসায়ী সুজল কুমার দে।
একদিকে কোভিড শঙ্কা, অন্যদিকে 49 হাজারের কাছাকাছি সোনার গয়নার দাম৤ একের পর এক ফাঁড়া কাটিয়ে ধনতরাসে আশায় বুক বাঁধছেন ব্যবসয়ীরা।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election