Date : 2024-04-26

প্রাণভয় ঘরছাড়া মহিলা বিচারপতিরা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : তালিবান বারবার প্রমাণ করছে তাদের কোনোই বদল হয়নি। তারা আগেও যেমন নৃশংস ছিল আজও তারা তাই রয়েছে।এবার তাদের ভয় ঘরছাড়া আফগানি মহিলা বিচারপতিরা।কারণ কেউ খুন করেছিল তো কেউ ধর্ষণে সাজাপ্রাপ্ত আসামী। তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন মহিলা বিচারপতিরা। কাবুলের ক্ষমতা দখলের পরই রাতারাতি আফগানিস্তানের জেল থেকে সেই সমস্ত অপরাধীদের মুক্তি দেয় তালিবরা। অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয় সে দেশ। আর ঠিক সেদিন থেকে প্রাণ হাতে নিয়ে চলছে বিচারপতিরা। অনেকে তো প্রাণ বাঁচাতে ঘর পর্যন্ত ছেড়েছেন। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ইতিমধ্যে ২২০ জন মহিলা বিচারপতি সপরিবারে ঘরছাড়া। প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন তাঁরা।এই মহিলা বিচারপতিদের দোষ তারা যেমন শাস্তি দিয়েছিলেন তেমন সরব হয়েছিলেন মহিলাদের অধিকার নিয়ে।এবার তাদের থেকে বদলা নেওয়া পালা তালিবানের।বিচারপতিদের অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কেউ আবার জানতে পেরেছেন তাদের ঘর ছেড়ে বেরিয়ে আসার পরে তালিবান জেহাদিরা এলাকায় গিয়ে তাদের খবর নিয়ে এসেছে। প্রাণভয়ে তারা এখন এলাকা ছেড়ে অন্যত্র নিজেদের লুকিয়ে রেখেছেন।তাদের মধ্যে কেউ আবার বেশভূষা বদলেছেন। যাতে কেউ তাদের চিনতে না পারে।এককথায় মৃত্যুর দিন গুনছেন মহিলা বিচারপতিরা।