Date : 2024-04-20

সংক্রমণ ছড়াচ্ছে ডেল্টার নতুন মিউটেশন!

রিমা দত্ত, নিউজ ডেস্ক : করোনাভাইরাসের প্রথম দুই স্ট্রেন বা প্রজাতি আলফা এবং বিটার পরে উদ্ভব হয়েছিল ডেল্টার। ভারতে প্রথম খুঁজে পাওয়া এই ডেল্টা স্ট্রেন ছিল সবথেকে ভয়ঙ্কর। তবে আরও এক স্ট্রেন খুঁজে পাওয়া গেছে যা নাকি ডেল্টার চেয়েও অনেক বেশি সংক্রামক। তবে এই নয়া স্ট্রেন ডেল্টারই মিউটেশন। সংক্রমণের ক্ষমতা ডেল্টা এবং ডেল্টা প্লাসের চেয়ে বেশি তা জানা গেলেও, এর ধ্বংসকারী ক্ষমতা কতটা তা এখনও জানা যায়নি। বিশেজ্ঞরা অনেকেই মনে করছেন, সংক্রমণ বেশি হলেও এই প্রজাতির ফলে মৃত্যুহার বাড়বে না।

কি AY.4.2 এই ভ্যারিয়েন্ট?

১) অন্যান্য প্রজাতির থেকে বেশি সংক্রামক

২) এই স্ট্রেন ডেল্টার মূল ভ্যারিয়েন্ট থেকে কতটা আলাদা।

৩) কতটা সংক্রমক তা এখনও পর্যন্ত জানা যায়নি।

৩) আলফা এবং ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে এর ক্ষতির সম্ভাবনা কম।

এই প্রজাতির হানায় বর্তমানে বিপর্যস্ত ব্রিটেন। দ্রুত হারে বাড়চ্ছে সংক্রমণ। স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট বলা হয়েছে, , “ডেল্টা এখনও প্রিডমিনেন্ট ভ্যারিয়েন্ট। যদিও নতুন এই প্রজাতি ইংল্যান্ডের চিন্তার কারণ হয়ে উঠেছে। তবে সবরকম সতর্কতা ও নজরদারি রাখা হচ্ছে সরকারের তরফে।”
টিকাকরণে গতি এলেও সব বিধিনিষেধ তুলে নেওয়াতেই ইউরোপের দেশ গুলিতে এই অবস্থা বলেই মনে করা হচ্ছে। স্টেডিয়াম ভর্তি করে খেলা দেখা চলছে, বার-রেস্তোরাঁও চলছে হইহই করে। অবশ্য টিকার দুই ডোজ থাকা বাধ্যতামূলক, কিন্তু তাতে সংক্রমণ আটকাচ্ছে না।