Date : 2024-04-26

Tripura AITC : ত্রিপুরায় ‘দিদির দূত’। গাড়ি নামালো তৃণমূল

সঞ্জু সুর, রিপোর্টার : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এরাজ্যে ‘দিদির দূত’ নামে গাড়ি প্রচারের অন্যতম অঙ্গ হিসাবে ব্যবহার করেছিলো তৃণমূল কংগ্রেস। প্রধানতঃ ভোটের সময় জনসংযোগের কাজে যা মোক্ষম কাজে দিয়েছে বলেই দাবি তৃণমূল নেতাদের। এবার অনেকটা সেরকমই ১৫ টা গাড়ি ত্রিপুরা রাজ্যে চালু করলো তৃণমূল। ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ লেখা এই গাড়িগুলো মূলতঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা ছড়িয়ে দেওয়ার কাজ করবে সমগ্র ত্রিপুরা জুড়ে। শুক্রবার আগরতলায় এই কর্মসূচির সূচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সুষ্মিতা দেব, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক প্রমূখ।

১২ দিন ধরে ত্রিপুরার ৮টি জেলার ৬০ টি বিধানসভা আসন, ৫৮ টি ব্লক ও ২০ টি পুরসভা এলাকা জুড়ে প্রচার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনটে দল গঠন করা হয়েছে। প্রথম দলে থাকছেন ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের নেতৃত্বে মোট নয় জন সদস্য। তাঁরা মূলতঃ দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলার কর্মসূচিতে অংশ নেবেন। সাংসদ সুষ্মিতা দেব এর নেতৃত্বে দ্বিতীয় দলটি সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন আগামি ১২ দিন। পাশাপাশি আশীষ লাল সিং এর নেতৃত্বে তৃতীয় দলটি কাজ করবে খোয়াই, ঢলাই, উনকটি ও উত্তর ত্রিপুরা জেলায়। ত্রিপুরায় পরবর্তী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্যে জোড়কদমেই রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তৃণমূল। কিন্তু তার আগে আপাতত তৃণমূল কংগ্রেসের পাখির চোখ হলো সে রাজ্যের পুরসভা নির্বাচন। এই নির্বাচনে ভালো ফল‌ ই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি শক্ত করবে বলেই অভিমত রাজনৈতিক তথ্যাভিজ্ঞ মহলের।