Date : 2024-04-19

রোষানলে জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক সংস্থা

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : সাধারণত যে কোনো পোশাক প্রস্তুতকারক সংস্থা তাদের নিত্যনতুন পোশাকের বিজ্ঞাপন দিয়ে থাকেন বিভিন্ন মাধ্যমে। এবার কোনো অনুষ্ঠান বা পরব এ তারা বিশেষ কোনো পোশাক তৈরী করলে তার বিজ্ঞাপন করে। এবার সেই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই সমস্যায় এক জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক সংস্থা।হিন্দু সংস্কৃতির অপমানের অভিযোগে নেটদুনিয়ার একাংশের রোষানলে পোশাক প্রস্তুতকারক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তৈরি করা পোশাক বয়কটের ডাক দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত সেই সংস্থার দিওয়ালি ক্যাম্পেনকে কেন্দ্র করে।যার নাম দেওয়া হয় ‘জশন-এ-রিওয়াজ’। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু মডেলের ছবি পোস্ট করে ক্যাম্পেনের ঘোষণা করা হয়।

ফ্যাবইন্ডিয়ার এই ক্যাম্পেন নিয়েই আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ।তাদের মতে এই পোশাক মোটেও হিন্দুদের পোশাক নয়। এটি মুঘলদের স্টাইলের ফ্যাশন বলে দাবি করা হয়।ক্যাম্পেনের ‘জশন-এ-রিওয়াজ’ নাম নিয়েও আপত্তি তোলা হয়। এটি হিন্দু সংস্কৃতির বিরোধী বলেও অভিযোগ করা হয়।সোশাল মিডিয়ায় সেই সংস্থার বিরুদ্ধে শেম অন বলেও ট্যাগ দেওয়া হয়।এ বিষয়ে বিজেপি নেতা তেজস্বী সূর্য লেখেন, “দীপাবলি জশন-এ-রিওয়াজ নয়। এর মাধ্যমে হিন্দু উৎসবের অপমান করা হচ্ছে। মডেলদের পরনে হিন্দু পোশাক পর্যন্ত নেই। এটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার”