Date : 2022-08-14

“চুপকথারা ইতস্তত” – সোহিনী চক্রবর্তীর লেখা প্রথম কবিতার বই

ওয়েব ডেস্ক : দেবী পক্ষের সূচনায় আজ Mud Cafe (প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের বাড়ি)- তে সোহিনী চক্রবর্তীর লেখা কবিতার প্রথম বই “চুপকথারা ইতস্তত” প্রকাশিত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, জনপ্রিয় সঙ্গীত শিল্পী পটা, জনপ্রিয় নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়,বিশিষ্ট লেখিকা চুমকি চট্টোপাধ্যায়।

বিশেষ ধন্যবাদ সৌরভ বিশাই ও তার “শব্দসাঁকো” প্রকাশনা সংস্থাকে।

সবাইকে বইটি সংগ্রহের অনুরোধ রইলো।