Date : 2024-03-29

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরাখণ্ড

রিমিতা রায়, নিউজ ডেস্ক : একটানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড জুড়ে এখন কেবলই হাহাকার। কাঠগুোদামে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ধ্বসে ভেঙে গিয়েছে রেললাইন। রেললাইনটি কার্যত নদীর সঙ্গে মিশে গিয়েছে। আগেই উত্তরাখণ্ডে বৃষ্টির পূর্বাভাস করেছিল আবহাওয়া দফতর। মঙ্গলবার পূর্বাভাস মতই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ল। ভূমিধসে আটকে বহু পর্যটক। নৈনিতালের রামগড় গ্রামে বিপর্যস্ত বহু মানুষ। মৃত অনেকেই। খোঁজ মিলছে না বহু মানুষের। কেরলের পর এবার বিপর্যয় নামল উত্তরাখণ্ডে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্যোগে পর থেকে নৈনিতাল থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা তিন দিন ব্যাপক হারে বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে।

নিচু এলাকা থেকে ইতিমধ্যেই মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে রামগড় এলাকায় ধ্বসের নীচে ৯ জন শ্রমিক চাপা পড়েছিল। রাতে ধ্বস নামার ফলে পাঁচিলের নীচে শ্রমিকরা চাপা পড়ে গিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজনকে বাঁচানো সম্ভব হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। লাগাতার বৃষ্টিতে একের পর বাড়ি ভেঙে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছে প্রশাসন।