Date : 2024-04-18

রেল যাত্রীদের জন্য সুখবর, অধীর হয়ে ট্রেনের অপেক্ষা করার দিন শেষ, রেলের নতুন উদ্যোগ

রিমা দত্ত, নিউজ ডেস্ক : আর অধীর আগ্রহে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। ট্রেন কখন পৌঁছাবে প্ল্যাটফ্রমে, তা একটি অ্যাপ ইনস্টল করলেই পেয়ে সব তথ্য। যাত্রীদের সুবিধার্থে নিজস্ব অ্যাপ তৈরি করেছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। আপাতত শিয়ালদহ শাখায় এই পরিষেবা মিললেও পরে তা অন্যান্য শাখাতেও চালু হবে। এমনটাই খবর,রেল সূত্রে। যদিও কোনো ট্রেন বাতিল থাকে, তার আগাম নোটিফিকেশন যাবে যাত্রীদের কাছে।

এবিষয়ে পূর্ব রেলের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, ‘‘শিয়ালদহ-সহ সব স্টেশনেই কোন ট্রেন, কখন কোন প্লাটফর্ম থেকে ছাড়বে তা মাইকে ঘোষণা করা হয়। কিন্তু ব্যস্ত স্টেশনে কোলাহলের মধ্যে অনেক সময়ে যাত্রীরা সেই ঘোষণা শুনতে না পাওয়ার অভিযোগ করেন। এ বার শোনার পাশাপাশি দেখার সুযোগও তৈরি হল। আর অনেক সময়েই নানা কারণে ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলে। কোনও স্টেশনে অপেক্ষায় থাকা যাত্রী ট্রেনটির অবস্থান আগাম জানতে পারলে তা থেকেও অনেক সুবিধাও পাবেন।’’ এই ব্যবস্থা কার্যকর করার করোনাকালকে কাজে লাগিয়েছে রেল। এই সময় কম ট্রেন ও কম যাত্রী থাকায় শিয়ালদহ শাখার সব ইএমইউ এবং এমইএমইউ রেক-এ জিপিএস ট্র্যাকার বসানোর কাজ সেরে ফেলেছে রেল।