Date : 2024-04-20

ইস্তানবুলের নিত্যযাত্রী বোজি

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : ইস্তানবুলের নিত্যযাত্রী বোজি। তাকে বাসে হোক বা মেট্রোর কামরায় তাকে হামেশাই দেখতে পান সকলে।প্রতিদিন বাসে-মেট্রোয় বা ফেরিতে করেই ইস্তানবুল চষে বেড়াচ্ছে। তবে আর পাঁচজন নিত্যযাত্রীর মতো ৯টা-৬টার অফিসযাত্রী নয় সে। বোজি আসলে ইস্তানবুলবাসীর অতি প্রিয় সারমেয়।কখনও তার দেখা মেলে ফেরিঘাটে বা সমুদ্রের ধারে।ইতিমধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক বা টুইটারে জুটে গিয়েছেন প্রায় ৫০ হাজার ভক্ত। তাঁরাই বোজির সফরনামার কাহিনি প্রায়শই বলছেন নানা কথায়-ছবিতে।

তাতে দেখা গিয়েছে, চলমান সিঁড়ি বেয়ে দিব্যি মেট্রো স্টেশনে ঢুকছে বোজি। তার পর বেশ সহবত মেনেই ট্রেনের জন্য অপেক্ষা করছে। কখনও আবার জানলার ধারের আসনে বসে উদাস হয়ে বাইরের দৃশ্য দেখছে।বোজির নামে ফেসবুক-টুইটারে অ্যাকাউন্টও খুলেছেন ইস্তানবুল পুরসভা কর্তৃপক্ষ। একটি মাইক্রোচিপের সাহায্যে বোজির সফরনামার তথ্য জড়ো করছেন তাঁরা।পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি দিন প্রায় ৩০ কিলোমিটার যাতায়াত করে বোজি। গোটা দিনে অন্তত ২৯টি মেট্রো স্টেশনে দেখা যায় তাকে।