Date : 2024-03-28

বিশ্বসেরার তালিকায় যাদবপুর

নাজিয়া রহমান, রিপোর্টার : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল নয়া পালক। ফের বাংলার মুখ উজ্জ্বল করল এই বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার উৎকর্ষতায় আরো একধাপ এগিয়ে গেল যাদবপুর। বিশ্বের সেরা বিজ্ঞানীদের জীবনভর প্রকাশিত গবেষণা নিরিখে একটি ডাটাবেস তৈরি করে আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। 2020 সাল পর্যন্ত প্রকাশিত গবেষণার ভিত্তিতে এই ডাটাবেস তৈরি করা হয়েছে। সেই তালিকাতেই রাজ্য ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে ভারতের সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়।

স্ট্যানফোর্ডের তালিকায় ভারতীয় বিশ্ববিদ্যালয় গুলির নাম ও বিজ্ঞানীর সংখ্যা হল। যাদবপুর বিশ্ববিদ্যালয় -২৯ জন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় -২৪ জন, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় – ২২ জন, দিল্লি বিশ্ববিদ্যালয়- ১৮ জন, কলকাতা বিশ্ববিদ্যালয় – ৪ জন।

স্ট্যানফোর্ডে প্রকাশিত বিশ্বের সেরা গবেষক- বিজ্ঞানীদের তালিকায় এবছর ভারত থেকে জায়গা পেয়েছেন মোট ২০৪২ জন শিক্ষক- গবেষক। গতবার যাচ্ছিল ১৯০০।সংখ্যাগত এই বৃদ্ধিতে আরো বড় ভূমিকা রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস বা আইআইএসসি-র। এখান থেকে এবার তালিকায় ঠাঁই পেয়েছেন মোট ১১৪ জন।

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকাভুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 29 জন শিক্ষক- গবেষকের নাম হল-
এম, বসু – পাওয়ার ইঞ্জিনিয়ারিং
সত্য প্রিয়া মৌলিক, – রসায়ন
কুনাল রায়, – ফার্মেসি
উজ্জ্বল মৌলিক – কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং
কৃপাসিন্ধু এস. চৌধুরী, –
সুমন দাস – রসায়ন
বিভাস সি. গিরি – গণিতশাস্ত্র
সুভ্রাংসু কে. আচার্য, –
শঙ্কর চক্রবর্তী – প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
অমিত কোনার – ইটিসিই
সৌমেন ঘোষ – রসায়ন
দীপঙ্কর চক্রবর্তী –
বি. ভট্টাচার্য, – প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
পি. দাস, – কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
সৈকত কুমার শেঠ – পদার্থবিদ্যা
অমিতাভ চ্যাটার্জী – ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
বলরাম কুন্ডু – মেকানিক্যাল ইঞ্জি
স্বপন কুমার গোস্বামী, – ইলেকট্রিক্যাল ইঞ্জি
সমরেশ ভট্টাচার্য, – রসায়ন
ফারুক রহমান -গণিত
এস. চক্রবর্তী, – গণিত
প্রশান্ত সাহু, – মেকানিক্যাল ইঞ্জি
সুব্রতনাথ কোনার – রসায়ন
হিমাদ্রি চট্টোপাধ্যায়, – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
অমিতাভ দত্ত – পাওয়ার ইঞ্জিনিয়ারিং
বিশ্বজিৎ মুখার্জি, – ফার্মেসি
সুভাষ সি. মণ্ডল, – ফার্মেসি
চিত্তরঞ্জন সিনহা – রসায়ন
বিশ্বজিৎ দাস –

এটা দেশ ও রাজ্যের জন্য খুবই গর্বের বিষয় বলেই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস।মূলত পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক বিভাগের শিক্ষকেরাই এই তালিকাভুক্ত। এক সঙ্গে ২৯জন শিক্ষক বিশ্বের সেরা বিজ্ঞানীর তকমা পাওয়ায় স্বভাবতই খুশির জোয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দরে।