Date : 2024-04-20

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কিশিদা

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : মেয়াদ উত্তীর্ণ হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার। জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন ফিউমিউ কিশিদা। সূত্রের খবর ২০২০-র সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইওশিহিদে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠ ভাবে ভোটে জিতেছেন তাঁর জোটের শরিকরা। আগামী ৪ঠা অক্টোবর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তবে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে রয়েছে বেশকিছু তথ্য। সূত্র মারফত জানা গিয়েছে লিবারেল ডেমোক্রেটিক দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা ফিউমিউ কিশিদার পাসে দাঁড়িয়েছিলেন। যার ফলেই জয় সহজ হয়েছে তাঁর। করোনার জেরে সাম্প্রতিক সময়ে অনেকটাই খুঁড়িয়ে চলছে জাপানের অর্থনীতি।গুরুত্বপূর্ণ পদ পেয়ে বেহাল অর্থনীতিকে তিনি কতটা চাঙ্গা করতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।পাশাপাশি জাপানকে কীভাবে আকও দ্রুত সংক্রমণমুক্ত করা যায় সেদিকেও নজর থাকবে বিশ্ব রাজনৈতিক মহলে।