Date : 2024-04-19

আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকেরা

রিমা দত্ত, নিউজ ডেস্ক : অন্যান্য দিনের তুলনায় গত কয়েকদিনের শ্রীনগরের বাসস্ট্যান্ডের ছবিটা আলাদা। সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ। কোনো রকম কাশ্মীর থেকে বেড়তে পারলে বাঁচেন। আর সেই আশাতেই রোজগার ভুলে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন সেইখানকার পরিযায়ী শ্রমিকেরা।

গত কয়েকদিনে কাশ্মীরে জঙ্গিদের হাতে মৃত্যু হয়েছে, ১১ জনের। তাঁদের মধ্যে ৫ জন ছিলেন পরিযায়ী শ্রমিক। আর এতেই আতঙ্কে রয়েছেন তাঁরা। কাশ্মীর পুলিশের এক আধিকারিক এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘আমরা প্রায় এক হাজার পরিযায়ী শ্রমিককে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছি। তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে।’’ শুধু তাই নয়, যে সব এলাকায় জঙ্গিরা হামলা চালিয়েছে সেখানে নজরদারি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তার পরেও মানুষের মন থেকে দূর হচ্ছে না সেই ভয়। তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই দাবি স্থানীয় পুলিশ প্রশাসনের। সবাইকে কাশ্মীরে থাকার অনুরোধ করছেন আধিকারিকরা। কিন্তু তাতে যে ভিন্‌ রাজ্য থেকে আসা শ্রমিকরা নিশ্চিন্ত হতে পারছেন না, তার প্রমাণ বাসস্ট্যান্ড, রেল স্টেশনে উপচে পড়া ভিড়।