Date : 2024-03-19

রাশিয়ায় বাড়ছে করোনা, দৈনিক মৃত্যু এক হাজার

তথাগত চ্যাটার্জী, নিউজ ডেস্ক : করোনার প্রথম প্রতিষেধক এনেছিল রাশিয়া। স্পুটনিক ভি-এর আবিষ্কার করে কোভিডের বিরুদ্ধে জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু সেই রাশিয়াতেই ক্রমাগত চোখ রাঙাচ্ছে কোভিড অতিমারি। সংক্রমণকে রোখা যাচ্ছে না কিছুতেই। সেখানে দৈনিক মৃত্যু পার করেছে হাজারের সীমারেখা। কী বলছে রুশ প্রশাসন। কেনই বা চড়চড়িয়ে বেড়ে যাচ্ছে অতিমারির গ্রাফ। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে সম্প্রতি দৈনিক মৃত্যুর পরিসংখ্যান লাফিয়ে বে়ড়ে গিয়েছে৤ একদিনে করোনায় মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশিজনের। সেইসঙ্গে বেড়ে গিয়েছে কোভিডের দৈনিক আক্রান্তের গ্রাফ।

একদিনে সে দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ হাজার জন। চরম উদ্বেগজনক এই করোনা গ্রাফের কারণ কী। সূত্রের খবর টিকাকরণের গতি হঠাৎই শ্লথ হয়ে গিয়েছে রাশিয়ায়। সূত্র মারফত জানা গিয়েছে গোটা দেশে টিকাকরণের আওতায় আনা গিয়েছে ৩১ শতাংশ নাগরিককে। বিপদ বাড়ছে এখানেই। পাশাপাশি কোভিড-বিধিও শিথিল করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থনৈতিক ক্ষেত্রকে চাঙ্গা করতে শিথিল করা হয়েছে একাধিক বাণিজ্যিক পরিষেবা। সেইসঙ্গে আরটিপিসিআর পরীক্ষা না করেই ছাড় দেওয়া হচ্ছে রুশ নাগরিকদের। হু-হু করে বাড়তে থাকা আক্রান্তের সাফাই অবশ্য সে ভাবে দেয়নি রুশ প্রশাসন৤ তবে বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা দেশের করোনার গ্রাফকে নিয়ন্ত্রণে রাখতে না পারার জন্য প্রশাসনই অনেকাংশে দায়ি।