Date : 2024-04-26

স্নায়ুমণ্ডলী নিয়ে গবেষণায় নোবেল পেলেন ২ মার্কিন গবেষক

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : মানবদেহে স্নায়বিক প্রক্রিয়া নিয়ে গবেষণায় নোবেল পেলেন ২ মার্কিন গবেষক। দুই মার্কিন গবেষকের নাম ডেভিড জুলিয়াস এবং আর্ডেম পাটাপুটিয়ান। নোবেল কমিটির জেনারেল সেক্রেটারি টমাস পার্লম্যান মেডিসিন বিভাগে যুগ্মভাবে এই ২ মার্কিন গবেষকের নাম ঘোষণা করেন। সূত্রের খবর নোবেল কমিটি থেকে ঘোষণা করা হয়েছে রিসেপ্টর ফর টেম্পারেচর অ্যাণ্ড হিট-এর নিয়ে সফল গবেষণায় নোবেল পেয়েছেন তাঁরা। ওই দুই বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে কী ভাবে মানবদেহে স্নায়ুমণ্ডলী তাপ এবং বিভিন্ন ক্রিয়াকলাপে সাড়া দেয়।

বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষায় তাঁরা দেখিয়েছেন কী ভাবে স্নায়ু নানা স্বাদ, গন্ধ, গরম ঠান্ডার অনুভূতিগুলিকে চিহ্ণিত করতে পারে। গবেষণায় তাঁরা কাঁচা লঙ্কাকে যৌগ হিসেবে ব্যবহার করেছিলেন। ওই যৌগের নাম দিয়েছিলেন ক্যাপসাইসিন। এছাড়া মানবদেহের ত্বকের সঙ্গে শরীরে নানা স্নায়ুগুলি কীভাবে বাইরের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া সামঞ্জস্য রক্ষা করে সে সব তুলে ধরেছেন ২ গবেষক। এই গবেষণা আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে মনে করছে চিকিৎসাবিজ্ঞানীরা।